ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আন্দোলন স্থগিত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৭:৩১:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৪ ১০:২৭:৩৮ অপরাহ্ন
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা, তা যাচাইয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করবেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম।

তিনি জানান, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া খুব কঠিন। তবে ঢাকা উত্তরে কোনও বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।

এদিকে, সরকারের এই পদক্ষেপের প্রেক্ষিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তিতুমীর ঐক্য পরিষদের উপদেষ্টা মতিউর রহমান জয় বলেন, যাচাই-বাছাই চলাকালীন আন্দোলন স্থগিত থাকবে।

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সোমবার (১৮ নভেম্বর) সড়ক ও রেলপথ অবরোধ করেছেন তারা। পাশাপাশি প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম বর্জন করে মঙ্গলবার ক্লোজডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 
 
এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়। সে ডাকে সাড়া দিয়ে ১৪ জন শিক্ষার্থী দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে যান। 

বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায়, আলোচনায় কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটি গঠনের পর কমিটি সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দেবে। তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে সরকার। তবে বিশ্ববিদ্যালয় করা অসম্ভব কিছু না। আমাদের কালকের (বুধবারের) কর্মসূচিসহ আন্দোলন আপাতত স্থগিত করবো। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ