ভুয়া মামলা
আগে করত পুলিশ, এখন জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৪ ০৭:০৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৪ ০৭:৩১:৫২ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
আগে পুলিশ ভুয়া মামলা করত আর এখন জনগণ করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
ঢালাও মামলা প্রসঙ্গে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম, আর ৫০টা বেনামি আসামি দিত। এখন ভুয়া মামলাগুলো করছে জনগণ। তারা ১০টা নাম, ৫০টা বেনামি আসামিও দিচ্ছে। ভুয়া মামলাগুলোতে কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।
পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুদিনে পরিবর্তন হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।
এসময় কোটা সংস্কার আন্দোলনে গুলিবর্ষণকারী অস্ত্রধারীদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পাকিস্তানি থেকে আসা জাহাজ প্রসঙ্গে তিনি বলেন, এই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের এখানে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষেধ আছে? সবার জন্য আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসলে অসুবিধা কি? আমরা কি কারো কাছে বন্দি নাকি? শুধু তারই সেবা করব?
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার দেশ সবার জন্য খোলা। এটার ভেতরে খেজুর, পেঁয়াজ, আলু আসছে। যেটা আমাদের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু।
মিথ্যা সংবাদ প্রকাশ করলে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যে ভুল হয় না, তা নয়। আমাদের ভুল হলে ধরিয়ে দিন। আমি তো বলে দিয়েছি মুক্তভাবে বলুন। আমরা বিষয়গুলো তদন্ত করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। যেটা ঘটেনি সেটা বলবেন না। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।
এসময় আইজিপি ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স