ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৩:১৬:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৬:০৯:০৭ অপরাহ্ন
​বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ ​সংবাদচিত্র : সংগৃহীত
কমনওয়েলথ বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন এ সংস্থার সহকারী মহাসচিব অধ্যাপক লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বাংলাদেশ সফররত কমনওয়েলথের প্রতিনিধি দলের প্রধান।
কমনওয়েলথের প্রতিনিধি দলের ছয় সদস্য নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে এই বৈঠকে অংশ নেন। নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশন এক বার্তায় এ তথ্য জানায়। 
বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুইস বলেন,‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংস্কার কমিশনকে সব ধরনের সহোযোগিতা করতে আগ্রহী কমনওয়েলথ।’
এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাঁরা সব ধরনের সহোযোগিতা করতে ইচ্ছুক।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গত ৩ অক্টোবর 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন' গঠন করে। ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে আট সদস্যের এই কমিশনের। দেশে আগামীতে অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিদ্যমান নির্বাচনি ব্যবস্থাকে ঢেলে সাজাতে মতামত নিচ্ছে সংস্কার কমিশন।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ