ভোলায় বিপুল পরিমাণ জাটকা ও শাপলাপাতা মাছ জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৪ ০৩:১০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৪ ০৩:১০:৩৫ অপরাহ্ন
ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে ২০ হাজার ৮০০ কেজি জাটকা ইলিশ ও ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় ও মাদরাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, রাতে জেলার তিনটি স্থানে পৃথক তিনটি অভিযান চালানো হয়। অভিযানে তিনটি মিনি ট্রাক তল্লাশি করে এসব মাছ জব্দ করা হয়। এসময় তিনটি ট্রাকসহ ছয়জনকে আটক করা হয়।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। আর শাপলাপাতা মাছ বনবিভাগের কাছে হস্তান্তার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স