পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে কাজ করছে সরকার: গণশিক্ষা উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৪ ১২:৩০:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৪ ০৩:৩৫:১২ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেছেন, ‘নতুন পাঠ্যপুস্থকে ত্রুটি কমাতে কাজ করছে সরকার। বই হাতে পেলেই বুঝা যাবে কতটুকু ফলপ্রসূ হয়েছে।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জে নিজের শৈশবের স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদেরকে শুধু জিপিএ কিংবা রেজাল্ট সমীকরণে না রেখে মেধা চর্চা খেলাধুলায় গুরুত্ব দেওয়া জরুরি।
তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, একটা সময় পড়াশুনা করার জন্য দুর্গম এলাকা মধ্যনগর থেকে লঞ্চে শহরের ঐতিহ্যবাহী জুবলী স্কুলে আমি আসতাম। যখন লঞ্চ বন্ধ থাকত তখন নৌকা করে আসতাম। তাই আমার মনে হয় জুবলী স্কুলসহ দেশের সকল প্রাচীন বিদ্যালয়গুলোকে বিশ্বের দরবারে আমাদের তুলে ধরা উচিৎ।
এর আগে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বছর শেষের ক্লাস পার্টির কেক কেটে উদযাপন করেন তিনি। পরে শৈশবে কাটানো পুরো বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয়ের ছাত্রাবাস ও পুরনো সেই লঘাট ঘুরে দেখেন তিনি।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স