ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​চলে গেলেন ‘পথের পাঁচালী’র দুর্গা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০৪:৫৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০৪:৫৮:৫০ অপরাহ্ন
​চলে গেলেন ‘পথের পাঁচালী’র দুর্গা
বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় চরিত্র ‘পথের পাঁচালী’-এর দুর্গা। সেই চরিত্রটি জীবন্ত করেছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

সোমবার (১৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভারতের একাধিক সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর বিষয়টি প্রকাশ করেছে।

উমা দাশগুপ্ত দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর রটলেও পরে তা গুজব হিসেবে প্রমাণিত হয়। তবে এবার সত্যিই চলে গেলেন তিনি।

উমা দাশগুপ্ত ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘পথের পাঁচালী’ সিনেমাতে দুর্গা চরিত্রে অভিনয় করে পৃথিবীজুড়ে খ্যাতি লাভ করেছিলেন। এই চরিত্রটি তাঁর জীবনের অমূল্য সম্পদ। সত্যজিৎ রায়ের খোঁজে একদিন উমার শৈশবের শিক্ষক মাণিকবাবুর মাধ্যমে তিনি আবিষ্কৃত হন। যদিও উমার বাবা প্রথমে চাননি তার মেয়ে চলচ্চিত্র জগতে আসুক, তবে পরিচালকের অনুরোধে তিনি রাজি হন। তারপর, ‘পথের পাঁচালী’র দুর্গা চরিত্রটি সবার মন জয় করে নেয়। সিনেমায় দুর্গার মৃত্যু একদিকে যেমন অপুর মনে গভীর দাগ কেটেছিল, তেমনি দর্শকদেরও কাঁদিয়েছিল।

শৈশবে থিয়েটার করা উমা দাশগুপ্তজীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকার চেষ্টা করেছিলেন। ‘পথের পাঁচালী’র দুর্গা চরিত্রে অভিনয় করার পর তিনি আর কখনও অভিনয়ে ফিরে আসেননি। তবে তার অভিনীত চরিত্রটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরকালীন হয়ে থাকবে। দুর্গা চরিত্রের সেই প্রাণোচ্ছ্বল হাসি, দুঃখ-কষ্টের মাঝে এক ঝলক আনন্দের ছাপ এখনও দর্শকদের মনে রয়ে গেছে।

বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ