ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদার
‘শিক্ষার্থীদের পক্ষে ছিলাম বলেই গণভবনে ঢুকতে দেওয়া হয়নি’
আপলোড সময় :
১৮-১১-২০২৪ ০২:২৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৪ ০৭:৪৩:২১ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের পক্ষে ছিলাম বলেই আমাকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে তাঁর আইনজীবীকে তিনি একথা বলেন।
কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক ছিল। আমি কখনো এ আন্দোলনের বিরোধিতা করিনি। এছাড়া আন্দোলনের বিপক্ষে কোনো বক্তব্য দেইনি। বরং আমার টেলিভিশনের মাধ্যমে আন্দোলনের পক্ষে কথা বলেছি। যখনই আমি শিক্ষার্থীদের ওপর হামলা মামলার প্রতিবাদ করেছি সেদিন থেকে আমাকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি।’
পরে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আদালতে হাজির হওয়া আনিসুল হকসহ ১৩ জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স