তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১১-২০২৪ ১২:৫২:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৪ ০৭:৪৪:০৮ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে পুনরায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮নভেম্বর) সকালে রাজধানীর মহাখালী রেললাইনের ওপর শিক্ষার্থীরা অবস্থান নিলে রেল ও সড়কে যানচালাচল বন্ধ হয়ে যায়।
সমেরজমিনে দেখা গেছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন কলেজটির শতাধিক শিক্ষার্থী। এতে করে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এসময় শিক্ষার্থীরা তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পথচারিরা জানান- সড়ক পথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বাড়ছে যানবাহনের সারি। এতে করে মহাখালী এলাকায় চরম যানজট দেখা গেছে। ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।
উল্লেখ্য, গত অক্টোবর মাসের ২৪ তারিখেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীরের শিক্ষার্থীরা।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স