ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​নড়বড়ে বাংলাদেশের টপ অর্ডার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১২:২৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১২:২৭:৪১ অপরাহ্ন
​নড়বড়ে বাংলাদেশের টপ অর্ডার ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং যেন কিছুতেই ঠিক হচ্ছে না। ব্যর্থতা আর ব্যর্থতা, পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বিবর্ণ দেখা গেছে টপ অর্ডার। উইন্ডিজ সফরে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও সেই একই চিত্র। ওয়েন্ট ইন্ডিজ সিলেক্ট ইলেভেনের অচেনা বোলারদের সামনেও নড়বড়ে দেখা গেল বাংলাদেশের টপ অর্ডার।

রোববার (১৭ নভেম্বর) শুরু হওয়া দুই দিনের ম্যাচের প্রথম দিনে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে পেসার শ্যারন লুইসের বলে স্লিপে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। ১৯ বল খেলে ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। জাকির খেলেছেন মাত্র ৩৪ বল, ১৫ রান করেই জাইর ম্যাকঅ্যালিস্টারের বলে আউট হন তিনি। 

মুমিনুল হক আর শাহাদত দীপু যখন ব্যাট করছিলেন, তখনই বৃষ্টির হানা। সেই বৃষ্টির পর খেলা শুরু হলে ভাঙে তাদের জুটি। ৩০ বলে ২৫ রান করে বোল্ড হন দীপু। মুমিনুল থিতু হয়েছিলেন বটে, তবে ইনিংস লম্বা করতে পারেননি। ৫৮ বলে ৩১ রান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। স্কোরবোর্ডে ১০১ রান যোগ করতেই ৪ ব্যাটারকে হারায় বাংলাদেশ। 

লিটনের ফেরাটা মোটামুটি ভালোই হয়েছে। ৫৩ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। জাকের আলী অনিক ১১০ বল খেলে করেছেন ৪৮ রান। আর মাহিদুল ইসলাম অঙ্কন থামেন ৮৭ বলে ৪১ রান করে। লিটনের মতো তাদের দুজনকেও তুলে নেয়া হয়। 

মিরাজ টিকতে পারেননি বেশিক্ষণ। ১১ রান করে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। হাসান মাহমুদ আউট হন কোনও রান না করেই। এরপর তাসকিনের সঙ্গে ২৩ রানের একটা জুটি গড়েন তাইজুল ইসলাম। তারপর ২৫৩ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 

ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলেভেনের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও কিমানি মেলিয়াস। বাংলাদেশের হয়ে প্রথম ওভার করেন হাসান মাহমুদ। নতুন বলে বেশ ভালো সুইং পেয়েছেন হাসান। নাহিদ রানাও দেখিয়েছেন গতির ঝলক।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ