ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​হিজবুল্লাহর মুখপাত্র আফিফ ইসরায়েলি হামলায় নিহত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৯:২৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৯:২৭:৫১ অপরাহ্ন
​হিজবুল্লাহর মুখপাত্র আফিফ ইসরায়েলি হামলায় নিহত
লেবাননভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েল। রোববার (১৭ নভেম্বর) একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল-নাবাতে ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে ইসরায়েলের তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফিফ ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার। আল জাজিরার ডোরসা জাব্বারি বলেছেন, মোহাম্মদ আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি লেবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।

জাব্বারি বলেন, রাস আল-নাবার আশেপাশে হামলাটি বৈরুতের "প্রশাসনিক কেন্দ্রের" কাছে করা হয়েছিল। সাধারণ ইসরায়েল বাহিনী দক্ষিণ শহরতলিতে হামলা করে। কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকায়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে।

এদিকে লেবাননের দুইটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কেন্দ্রীয় বৈরুতের একটি ভবনে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া রিলেশনশিপ প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। তবে এই অভিযানের আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনো উচ্ছেদের সতর্কতা জারি করেনি।


বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ