আমরা প্রয়োজনের বেশি একদিনও থাকতে চাই না : ফরিদা আখতার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১১-২০২৪ ০৮:৩৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৪ ১০:০১:৪৮ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ সরকারের প্রয়োজনীয় সময়টা কেউ যদি বিলম্ব মনে করে, সেটা অন্য বিষয়। আমরা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চাই না।
তিনি আরো বলেন, ডিসেম্বর মাস পার হতে দিন। কারণ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বোঝা যাবে।
রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, এটা যেন আগের অবস্থায় ফিরে না যায়। আগের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল , সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চিত পুরোটা ঠিক করতে পারবো না । কিন্তু সঠিকভাবে নির্বাচিত একটা সরকার আসতে পারে জনআখাঙ্ক্ষা পূর্ণ করার মতো, তাহলে অবশ্যই হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এ সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে গঠিত। এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে। যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ভালো সরকার গঠিত হতে পারে, সে পরিবেশ তৈরি করতে সংস্কার করা। নিজেদের ইচ্ছেমতো আমরা কিছু করছি না।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স