সারাদেশে সড়কে ঝরলো ৭ প্রাণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-১১-২০২৪ ০৭:৪০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৪ ০৭:৪০:৩৫ অপরাহ্ন
সারাদেশে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ১২জন।
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন, ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন, গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত আরও দুইজন ও কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ মোট সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। রোববার (১৭ নভেম্বর) প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (১৫) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণসহ দুইজন নিহত হয়েছে। নিহত অপরজন বৃদ্ধা, তার পরিচয় পাওয়া যায়নি। নিহত ইব্রাহিম মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর আলী ছেলে। শনিবার (১৬ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাত ১টার ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুর জেলার শিলিকুরিয়া গ্রামের আনিসের ছেলে পিকআপ চালক কাঞ্চন এবং হেলপার নেত্রকোনা জেলার বারহাট্টা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আশরাফুল।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরের নতুন বাজারে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় নারী শ্রমিক ও বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছেন। বাসচাপায় নিহত বিলকিছ আক্তারের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। তিনি ভবানীপুর এলাকায় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকরি করেন। অপরদিকে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার। তিনি পুবাইলে ম্যাটসের ১ম বর্ষের ছাত্র ছিলেন। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য জানান।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামের এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে শামলাপুর স্টেশন এলাকার মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে। নিহত নির্বাচন কর্মকর্তার নাম আব্দুর রহমান। তিনি উখিয়ার হলদিয়ারপালং ইউনিয়নের ধুরুংখালীর আলীপাড়া নিবাসী আবদুল গফুরের ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য জানান।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেসওয়েতে পরিবারের সদস্যসহ এই সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। রোববার (১৭ নভেম্বর) সকালে আব্দুল হাই সাইফুল্লাহর ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে-পেছনে দুমড়ে-মুচড়ে যায়।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স