ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আওয়ামী লীগ আমলে বেশি ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়: ওয়াদুদ ভূঁইয়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৪:২৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৪:২৪:১৬ অপরাহ্ন
​আওয়ামী লীগ আমলে বেশি ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়: ওয়াদুদ ভূঁইয়া ​সংবাদচিত্র : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি নির্যাতন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিএনপি অতীতেও পাহাড়ের সব সম্প্রদায়ের বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা হিসেবে ছিল, ভবিষ্যতেও থাকবে।

রোববার (১৭ নভেম্বর) খাগড়াছড়ির লক্ষ্মী নারায়ণ মন্দিরে আয়োজিত তিন দিনব্যাপী রাস উৎসবের শেষদিনে রাস উৎসব ও পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।  বিএনপি সরকার ক্ষমতায় এলে সব সম্প্রদায়কে নিয়ে একটি সুন্দর পরিষদ গঠন ও উন্নয়নমুখী করে তোলা হবে এমন আশ্বাস দেন ওয়াদুদ ভূঁইয়া।

পতিত ফ্যাসিস্ট সরকারের দায়িত্বকালে যারা জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য ছিলেন তারা সব লুটেপুটে খেয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বির্থীসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ