ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়

সাবেক প্রধান শিক্ষক নাজমা বেগমের শাস্তির দাবি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৪:১৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৮:০৬:৩৭ অপরাহ্ন
সাবেক প্রধান শিক্ষক নাজমা বেগমের শাস্তির দাবি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর পুরান ঢাকার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজমা বেগমের দুর্নীতি তদন্ত ও শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 

রোববার (১৭নভেম্বর) দুপুরে  ঢাকা জেলা প্রশাসক বরাবর শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা নাজমা বেগমের বিচারসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। 

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভের মুখে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক নাজমা বেগম ২৫ আগস্ট সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে স্বেচ্ছায় পদত্যাগ করেন। সাবেক প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগে থেকেই জানতেন। সাবেক প্রধান শিক্ষক হলেন হাসিনা সরকারের প্রেতাত্মা। আমরা তাঁর বিচার দাবি করছি। 

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- 
দুর্নীতিবাজ সাবেক প্রধান শিক্ষক নাজমা বেগমের শাস্তি; পদত্যাগী সাবেক প্রধান শিক্ষকের সকল দুর্নীতির সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে প্রাঙ্গণে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা; সরকারি ৫ (পাঁচ লাখ) টাকা আত্মসাতের বিচার; গাইড ও সহায়ক বই, ডায়েরী, সিলেবাস ও অবসর ও কল্যাণের টাকা আত্মসাতের বিচার; শিক্ষার্থী, অভিভাবকের সাথে অশালীন, আপত্তিকর কথাবার্তা, খারাপ ব্যবহারের বিচার; এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অতিরিক্ত টাকার সুষ্ঠু তদন্ত; শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষকদের প্রতি মাসের বেতন।
   
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ