ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৪:১১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৮:০৬:০৫ অপরাহ্ন
ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ ​সংবাদচিত্র : সংগৃহীত
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সাতজন নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে পৃথকভাবে এ অভিযোগ দায়ের করেন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গুম করার পর গুলি করে বা ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত-পা কেটে ফেলা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও একজন নিখোঁজ রয়েছেন। এসব ঘটনায় পুলিশ, র্যা ব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচারেরও দাবি করেন তারা।

এ বিষয়ে ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের ফিরিয়ে আনারও দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, যে সাতজন অভিযোগ করেছেন, তাদের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন, একজন এখনও নিখোঁজ আর বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছে।

এর আগে, গুম ও নির্যাতন ইস্যুতে সবশেষ গত ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগে করেন যশোর ও জয়পুরহাটের ৪ ছাত্র শিবির নেতা। এ ছাড়া গত ২১ অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ৬ নেতাকর্মীও অভিযোগ দাখিল করেন।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ