পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ সেনা নিহত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-১১-২০২৪ ১১:৩২:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৪ ১১:৩২:০৯ পূর্বাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীরা একটি আধাসামরিক সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে সাতজন সেনাকে হত্যা করেছে।
শনিবার (১৬নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের কালাত জেলায় এই হামলা হয়। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বাহিনীর আরও ১৮জন সদস্য আহত হয়েছেন।তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। গোষ্ঠীটি একই মেইলে দাবি করেছে, তাদের যোদ্ধারাই এই হামলা চালায়।সাম্প্রতিক সময়ে নিজেদের কার্যক্রম তীব্রতর করেছে বিএলএ।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স