ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলের খেলার মাঠগুলোকে দৃষ্টিনন্দন করা হবে: মেজর হাফিজ

আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৯:১৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৯:১৯:০৮ অপরাহ্ন
​বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলের খেলার মাঠগুলোকে দৃষ্টিনন্দন করা হবে: মেজর হাফিজ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলের খেলার মাঠগুলোকে সুন্দর গ্যালারী করে দৃষ্টিনন্দন মাঠে রুপান্তরিত করা হবে। 

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে লালমোহন মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চরফ্যাশন উপজেলার সূর্য সৈনিক স্পোটিং ক্লাব বনাম রমাগঞ্জ ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারে রমাগঞ্জ ফুটবল একাদশ ৫টি গোল এবং  চরফ্যাশন সূর্য সৈনিক স্পোটিং ক্লাব ৪ গোল দিতে সক্ষম হয়। ফলে রমাগঞ্জ ফুটবল একাদশ ১ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে।  খেলায় প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত হয় বলে ধারণা করা হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, বিএনপির ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার আহবায়ক ও খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।   
 
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মেজর হাফিজ। খেলাটি আয়োজন  করেন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। ফাইনাল খেলায় প্রধান রেফারী হিসেবে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ