বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: দুলু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৪ ০৯:০২:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৪ ০৯:০২:৫০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই। তিনি তাঁর কর্মকাণ্ড ও সঠিক পদক্ষেপের মাধ্যমে তা প্রমাণ করেছেন।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমান তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করেছেন তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সব শ্রেণির মানুষ তারেক রহমান বলতে অন্ধ। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর তিনি তার যোগ্যতা ও অভিজ্ঞা দিয়ে প্রমাণ করেছেন এ দেশের রাজনীতিতে তারেক রহমান ছাড়া কোনও বিকল্প নেই। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং আছে। ভবিষ্যতে জনগণের কল্যাণে কাজ করে যাবে।
বিএনপির এই নেতা বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা কীভাবে নিজেদের এমপি বলবে। তারা রাতের ভোট চুরি করে এমপি হয়েছে। জনগণের ভোট পায়নি। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আইন করতে হবে যেন তারা বলতে না পারে সাবেক এমপি। তারা অবৈধভাবে এমপি হয়ে মানুষের সম্পদ লুটপাট করেছে, মানুষের জায়গা দখল করেছে। তাদের কোনও কাজ ছিল না। তাদের কাজ ছিল নাটোরের মানুষের সবকিছু লুট করা। সেই টাকা দিয়ে অবৈধ সম্পদ গড়েছেন, বাড়ি-গাড়ি করেছেন। এটাই ছিল তাদের একমাত্র কাজ। আমি যদি সামনে আপনাদের ভোটে এমপি হই, ১৫ বছরের কাজ এক বছরে করব ইনশআল্লাহ।
দুলু বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ আমাদের বিএনপির নেতাকর্মীদের আক্রমণ করেছে, বহু নেতাকর্মীকে হত্যা করেছে। তারা নতুন করে আবারও ষড়যন্ত্র শুরু করছে। এ সন্ত্রাসী আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে স্থান হবে না।
মাধনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান আনছারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার , সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন , পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু মৃধা , ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলিল লেখক সমিতির সভাপতি এম সাইদুর রহমান বিটল প্রমুখ।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স