ঢাকা , শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​পূণ্যস্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৮:৫৮:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৮:৫৮:৪৩ অপরাহ্ন
​পূণ্যস্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা ​সংবাদচিত্র : সংগৃহীত
হাজার হাজার ভক্তের পূণ্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব শনিবার (১৬ নভেম্বর) সকালে শেষ হয়েছে। এরই ধারবাহিকতায় ফি বছরের মতো বিকেল থেকে কলাপাড়া পৌরশহরের প্রাচীন ঐতিহ্য মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপী রাসমেলা শুরু হয়েছে। 

শনিবার দুপুরের পর থেকে রাসভক্ত শত শত নর-নারী মন্দির প্রাঙ্গনে ভিড় করেছেন। তারা দর্শন করছেন রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা। রাতভর ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। বিকেল থেকেই নারী ভক্তের ভিড় রয়েছে উপচেপড়া। মন্দির প্রাঙ্গণ ছাড়াও সামনের সড়কে মেলাকে ঘিরে বসেছে অস্থায়ী দোকানপাট। আগতরা করছেন কেনাকাটা। 

মদনমোহন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক জানান, শত বছরেরও আগ থেকে মদনমোহন সেবাশ্রমে এ রাসপূঁজা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের মাটির তৈরি, বাঁশের তৈরি খেলনাসামগ্রীর পাশাপাশি কসমেটিকস সামগ্রীর দোকান বসেছে। হিন্দু নারীদের শাখা-সিদুর, চুড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে। 

মেলা প্রাঙ্গণের বাইরের সড়কে বিভিন্ন ধরনের গ্যাসবেলুন বিক্রি করছিলেন সিলেট থেকে আসা জাকারিয়া, আলাল ও বগুড়ার আতাউর রহমান। জানালেন, ফি বছর তাঁরা কলাপাড়ায় রাস পূর্ণিমার এই অনুষ্ঠানে এসবসামগ্রী বিক্রি করেন। 

কলাপাড়ায় রাস মেলাকে ঘিরে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। 

পাঁচদিনের রাসমেলাকে ঘিরে সনাতন ধর্মের অনুসারীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, ফি-বছরের মতো এবছরও বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে রাসমেলা। সনাতন ধর্মের অনুসারী ছাড়াও অন্য ধর্মের শত শত মানুষ এই মেলায় কেনাকাটা করতে আসেন। শিশুদের বায়না মেটাতে মায়েদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। 

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, সকলের সহায়তায় কুয়াকাটায় রাসমেলা ও পূণ্যস্নান সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। একইভাবে কলাপাড়া পৌরশহরের পাঁচদিনের রাসমেলা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের সকল উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাস উৎসবকে ঘিরে এবছর উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন পদক্ষেপ ছিল বিশেষ প্রশংসনীয়।


বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ