ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​নিখোঁজের ২৮ ঘন্টা পর লাশ মিললো পাবলিক টয়লেটে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৬:৪১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৬:৪১:৫৭ অপরাহ্ন
​নিখোঁজের ২৮ ঘন্টা পর লাশ মিললো পাবলিক টয়লেটে ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সৈকতের পর্যটন পার্ক এলাকায় পাবলিক টয়লেট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নুর হোসেন খুলনার বৈঠাঘাটা এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর হোসেন শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা এগারোটার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় তিনি তাঁর বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তাঁর স্বজনেরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুজি করেন। কোন খবর না পেয়ে তাঁরা পুলিশকে জানান। 

শনিবার দুপুরের পরে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করতে গেলে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পান। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে নিচে পড়ে থাকতে দেখেন।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ