ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কোনো সংস্কার চাপিয়ে দেয়া যাবে না: মান্না

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৩:৪০:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৪:২৮:৩২ অপরাহ্ন
​কোনো সংস্কার চাপিয়ে দেয়া যাবে না: মান্না ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন , ‘জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেয়া যাবে না।’ 

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। 

মান্না বলেন, বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার দরকার। যেকোনও একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করলে প্রতিদিন সেটা আরও উন্নত হয়। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যা করেছে, সবকিছুই এলোমেলো মনে হচ্ছে। মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেয়া যাবে না। ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এতো কমিশনের প্রয়োজন কতটুকু রয়েছে সেই প্রশ্ন তোলেন তিনি। 

তিনি আরও বলেন, আমি যেরকমভাবে মুগ্ধ, আবু সাঈদকে সম্মান জানাই, তেমনিভাবে যারা প্রবাসে থেকে আন্দোলন করেছেন তাদেরও সম্মান জানাই। সরকারের কাছে দাবি করছি, প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়া হোক। বাংলাদেশে আসার পরে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যবস্থা করা হোক।  

এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও ভারত। তিনি বলেন, রাষ্ট্র মেরামতের এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। এটি দেশের জন্য, আমাদের সকল জনগণের জন্য অস্তিত্বের প্রশ্ন।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাংবাদিক সোহরাব হাসান, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক গোলাম মোর্তোজা, সাংবাদিক আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক ডা. শান্ত শাখাওয়াত, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

এছাড়া উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/ এসকে

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ