কলাপাড়ায় সাইকেল র্যালি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৪ ০৫:০১:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৪ ০৫:০১:১৯ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিসেরঅংশ হিসাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবিতে এ সমাবেশ হয়।
জানা যায়, আন্ধারমানিক নদীর তীর হেলিপ্যাড মাঠ থেকে সাইকেল র্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে নদীতীরের মাঠে গিয়ে শেষ হয়।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং 'আমরা কলাপাড়াবাসী'-এর যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টু।
এসময় বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ। র্যালিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ূর ন্যায্যতা দাবিসহ বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স