ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আড়াই বছরের শিশুর বিশ্বরেকর্ড!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৪:৫৬:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৪:৫৬:১৫ অপরাহ্ন
​আড়াই বছরের শিশুর বিশ্বরেকর্ড! ​সংবাদচিত্র : সংগৃহীত
দর্শিক সোলঙ্কীর বয়স মাত্র আড়াই বছরের একটু বেশি। ২০২১ সালের ১২ ডিসেম্বর জন্ম। এই তো সেদিনের কথা। কিন্তু এই ছোট্ট শিশুটি এরই মধ্যে এমন একটি কাজ করেছে যা অনেক বড় হয়েও অনেকে করতে পারেননি এখনো। দর্শিক এরই মধ্যে বিশ্বরেকর্ড করেছে। তার অসাধারণ প্রতিভাকে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস সম্মানিত করেছে।

জানা যায়, শুরুতে দর্শিক ১০-২০টি দেশের পতাকা এবং নাম চিহ্নিত করেছিল, তবে দ্রুতই এই জ্ঞান ৫০টি দেশ থেকে ১৯৫টি দেশ পর্যন্ত বিস্তৃত হয়। দুই মাসে দর্শিক শুধু পতাকা নয়, দেশের রাজধানী সম্পর্কে দক্ষতা অর্জন করেন।

অসাধারণ প্রতিভা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে দর্শিক। মাত্র দুই বছর বয়সে, দর্শিক পৃথিবীর পতাকা এবং দেশের নামগুলো চিহ্নিত করতে শুরু করেন। তার বাবা-মা, সোলঙ্কী বিশাল এবং সোলঙ্কী প্রিয়া, কম বয়সে তার বিশেষ ক্ষমতা চিহ্নিত করে তাকে উৎসাহিত করেছিলেন।

স্কুলের শিক্ষকরা দর্শিককে একজন দক্ষ এবং সক্রিয় ছাত্র হিসেবে দেখেন, যে বিভিন্ন ক্ষেত্রেই দুর্দান্ত পারফর্ম করছেন। দর্শিকের বাবা সোলঙ্কী বিশাল একজন স্টেশনারি ব্যবসায়ী এবং মা সোলঙ্কী প্রিয়া একজন গৃহিণী। তারা বিশ্বাস করেন যে প্রতিটি শিশুর মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে এবং সঠিক উৎসাহের মাধ্যমে তারা অপ্রত্যাশিত জিনিসও সম্ভব করতে পারে।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে






 





 



 








প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ