ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৪:৪৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৪:৪৬:৩৮ অপরাহ্ন
​ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ভোগান্তি এড়াতে বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা কনস্যুলেট স্থাপনের দাবি জানিয়েছে ইউরোপ গমনেচ্ছু ভিসাপ্রত্যাশী ঐক্য পরিষদ। শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।

মানববন্ধনে ইউরোপের ভিসাপ্রত্যাশীরা বলেন, আমরা ভিসার জন্য দিল্লি যেতে চাই না। ইউরোপের ভিসা আনতে অন্য দেশে গিয়ে হেনস্তা হতে চাই না। ভিসার জন্য ভারত কিংবা নেপাল যেতে হয়। এতে আমাদের অনেক অর্থ ও সময় অপচয় হয়। সেসব দেশে গিয়ে নানা সময় হেনস্তার শিকার হতে হয়। বিদেশের আগে আমরা আর বিদেশ যেতে চাই না।

বক্তারা বলেন, আমরা চাই দেশের টাকা দেশে থাকুক। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব। তারা চাইলে দেশে কনস্যুলেট স্থাপন করতে পারেন।

উপদেষ্টাদের কাছে আমাদের আবেদন, প্রবাসীদের রক্ষায় ও অধিক কর্মসংস্থানের জন্য দেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপন করুন। অথবা ভিএফএস অফিসের মাধ্যমে আমাদের ফাইলগুলো জমা নেওয়ার ব্যবস্থা করুন। যেন অন্য দেশে গিয়ে অর্থ আর সময় অপচয় করতে না হয়। আমরা আর হেনস্তার শিকার হতে চাই না- বলেন ভিসাপ্রত্যাশীরা।

তারা বলেন, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থান ক্রমান্বয়ে বাড়ছে। দেশে ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ থেকে ভিসা নিতে বিপুল পরিমাণ অর্থ ও সময় অপচয় হচ্ছে। ফলে রেমিট্যান্স হারাচ্ছে দেশ।

মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে শহিদুল ইসলাম সাগর, ইউরোপগামী ভিসাপ্রত্যাশী ঐক্য পরিষদের সদস্যসচিব মেহেদী হাসান আশিক, যুগ্ম আহ্বায়ক সামস মান্না ও মীর মুরাদ চার দফা দাবি তুলে ধরেন।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ