ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষেপে গেলেন মেসি!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-১১-২০২৪ ১২:৩৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৪ ১২:৩৬:০৯ অপরাহ্ন
ক্ষেপে গেলেন মেসি!
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ১১তম ম্যাচে আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে লাওতারো মার্তিনেজের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও প্যারাগুয়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। আন্তোনিও সানাব্রিয়ার দুর্দান্ত বাইসাইকেল কিক এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই ওমার আলদেরেতের হেড থেকে গোল করে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে ম্যাচের মাঝে রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোর এক বিতর্কিত সিদ্ধান্তে চটেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আলদেরেতে দ্বিতীয়বার ফাউল করলেও তাকে লাল কার্ড দেখানো হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেসি।

প্রথমার্ধের ৩২ মিনিটে আলদেরেত মেসির বাঁ পায়ে শক্ত ফাউল করলে হলুদ কার্ড দেখেন। এরপর মাত্র পাঁচ মিনিটের মাথায় মেসি তাকে বোকা বানিয়ে বল নিয়ে এগিয়ে গেলে, আলদেরেত কোনো চেষ্টা না করেই মেসিকে ফাউল করেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা দ্বিতীয় হলুদ কার্ডের দাবি করলে রেফারি তা নাকচ করে দেন। এ সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সাইডলাইনে দাঁড়িয়ে বারবার রেফারির দিকে "গর্বিত" বলে চিৎকার করতে থাকেন। প্রথমার্ধ শেষ হওয়ার পর মেসি নিজেই রেফারির কাছে গিয়ে আঙুল তুলে প্রতিবাদ করেন। এ সময় এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল এবং নিকোলাস ওতামেন্দিও তাকে সমর্থন করেন।

তবে মেসিই ছিলেন সবচেয়ে বেশি উত্তেজিত। রেফারি দারোঙ্কো মেসিকে শান্ত থাকার ইঙ্গিত দেন, যদিও পুরোপুরি বোঝা যায়নি তিনি ঠিক কী বলেছিলেন। ম্যাচে মেসি কিছু চমৎকার স্পর্শ দেখালেও আর্জেন্টিনার পুরো দলই প্যারাগুয়ের কার্যকরী খেলায় সমস্যায় পড়েছিল। দ্বিতীয়ার্ধে মেসির একটি শট পোস্টের বাইরে চলে যায় এবং গোল পেতে ব্যর্থ হন তিনি। এই হার বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।

মেসির বর্তমান ক্যারিয়ারে গোল সংখ্যা ৮৫০ এবং অ্যাসিস্ট ৩৭৮টি। তিনি জাতীয় দলের হয়ে ১১২ গোল এবং ৫৭ অ্যাসিস্ট করেছেন ১৯০ ম্যাচে। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৬৭২ গোল, পিএসজির হয়ে ৩২ গোল এবং ইন্টার মায়ামির হয়ে ৩৪ গোল করেছেন। মেসির সামনে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি গোলদাতা হওয়ার লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর (১৩৩ গোল) থেকে ২১ গোল পিছিয়ে আছেন তিনি। চলতি বছরে মেসির শেষ ম্যাচটি হবে পেরুর বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে লা বোম্বোনেরায়।

অন্যদিকে রোনালদো ইউরোপিয়ান নেশনস লিগে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন। ভিনির পেনাল্টি মিস, ১০ জনের ভেনেজুয়েলাকেও হারাতে পারল না ব্রাজিলভিনির পেনাল্টি মিস, ১০ জনের ভেনেজুয়েলাকেও হারাতে পারল না ব্রাজিল।

আর্জেন্টিনার হয়ে মেসির গোলের বিশ্লেষণে দেখা যায়, ৫১টি গোল তিনি করেছেন প্রীতি ম্যাচে, ৩৪টি বাছাইপর্বে, ১৪টি কোপা আমেরিকায় এবং ১৩টি বিশ্বকাপে। ৭৩টি গোল ছিল খোলা খেলায়, ২৮টি পেনাল্টি থেকে এবং ১১টি ফ্রি-কিক থেকে। তার বাম পায়ে ৯৯টি, ডান পায়ে ১১টি এবং মাথায় ২টি গোল রয়েছে।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ