ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​রিমান্ড শুনানি না হওয়ায় কারাগারে প্রেরণ

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন সোলায়মান সেলিম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৪:৫৯:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৫:০৩:১৩ অপরাহ্ন
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান  দিলেন সোলায়মান সেলিম ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানী ঢাকার চকবাজার থানার হত্যা মামলায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান সেলিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। 

এদিকে আদালত ভবনে প্রবেশের সময় চিৎকার করে ‘জয় বাংলা’স্লোগান দিয়েছেন সেলিমপুত্র সোলায়মান সেলিম। 

সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এ সময় মামলার মূল নথি না থাকায় পরবর্তী ধার্য তারিখে রিমান্ড শুনানি হবে বলে জানান আদালত।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলায়মান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। তখন আত্মগোপনে চলে যান তিনি। পরে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে

ভিডিও : ‘জয় বাংলা’ স্লোগান দিলেন সোলায়মান সেলিম
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ