ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​গৌরনদীতে 'কৃষক কর্নার' উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৪:০২:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৪:০২:১৬ অপরাহ্ন
​গৌরনদীতে 'কৃষক কর্নার' উদ্বোধন ​সংবাদচিত্র : সংগৃহীত
বরিশালের গৌরনদীতে বাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী বন্দর, টরকী বন্দর, মাহিলাড়া বাজার, বাটাজোর বাজার ও সরিকল বাজারে এ কৃষক কর্নার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আব্দুল্লাহ খান।

উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, এসব ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আলু, পেয়াজ, ডিমের পাশাপাশি থাকবে কৃষক কর্নার। যেখানে প্রান্তিক কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি বিক্রয় করবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেকেন্দার শেখ, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. আরিফ হোসেন, গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সদস্য সচিব কামরুজ্জামান খোকন। 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ