নিম্নচাপে পরিণত হতে পারে সাগরে সৃষ্ট লঘুচাপটি
আপলোড সময় :
০৬-০৯-২০২৪ ০৩:৫৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৯-২০২৪ ০৭:৪৫:২৭ অপরাহ্ন
আবহাওয়া অধিদপ্তর।
বাংলা স্কুপ, ৬ সেপ্টেম্বর ২০২৪:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। সাধারণত বছরের এই সময়ে নিম্নচাপ হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় না। এবারও তেমন আশঙ্কা নেই। নিম্নচাপ হলে তার প্রভাবে আগামী সোমবার থেকে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়ে বলছে, এখন লঘুচাপটি বাংলাদেশ উপকূল থেকে অনেকটা দূরেই আছে। এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে তা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে আগামী সোমবার থেকে পরের অন্তত চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।
নিম্নচাপ হলে উজানে ভারতের আসাম, ত্রিপুরা—এসব অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, তেমনটা হলে উজান থেকে পাহাড়ি ঢল সৃষ্টির আশঙ্কা আছে।
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত মাসের ২০ তারিখের দিক থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এতে আক্রান্ত হয় ১১টি জেলার অন্তত অর্ধকোটি মানুষ। এসব এলাকায় বন্যায় ক্ষত এখনো শুকায়নি।
নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স