ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​মোরসালিনের গোলে জয় তুলেছে বাংলাদেশ

আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ০৮:৫৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ০৮:৫৪:৫৩ অপরাহ্ন
​মোরসালিনের গোলে জয় তুলেছে বাংলাদেশ
বাংলা স্কুপ, ৫ সেপ্টেম্বর ২০২৪: 
ফিফা উইন্ডোর দুই প্রীতি আন্তর্জাতিক ম্যাচের প্রথমটিতে জয় তুলেছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ১-০ গোলে স্বাগতিকদের হারিয়েছে লাল-সবুজের দল। জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।

ঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে নেমে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। পাঁচ মিনিটের মাথায় রাইট উইঙ্গার রাকিব হোসেন ডি বক্সের মধ্যে বল বাড়ান, ভুটান গোলরক্ষক ধেন্দুপ শেরিং ঠিকমতো ধরতে না পারলে বল চলে যায় ফরোয়ার্ড শেখ মোরসালিনের কাছে। সহজে গোল করে বাংলাদেশকে ১-০তে এগিয়ে দেন তরুণ স্ট্রাইকার।

ম্যাচের ১২ মিনিটে অখেলোয়াড়ী কাণ্ড ঘটান ভুটান ফরোয়ার্ড অর্গিয়েন শেরিং। লেফট উইং থেকে গোলমুখে বাড়ানো ক্রস দারুণ দক্ষতায় ধরে ফেলেন অতিথি গোলরক্ষক মিতুল মারমা। মিতুলের মাথার উপরে থাকা বল অর্গিয়েন হাত দিয়ে জালে ঢুকিয়ে দেন, ফলাফলে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন স্বাগতিক স্ট্রাইকার।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। মাঝমাঠ থেকে বাড়ানো বল ডি বক্সের বাইরে এসে ক্লিয়ার করেন ভুটান গোলরক্ষক। তার আগে ব্যবধান সমান করার সুযোগ পায় ভুটান, সেটি কাজে লাগাতে পারেনি ড্রাগন বয়েজরা।

প্রথমার্ধে যোগ করা সময়ের শেষদিকে বাংলাদেশের স্ট্রাইকার রাকিব আগে পাওয়া আঘাতে মাঠের মাঝে শুয়ে পড়েন। তাকে স্ট্রেচারে করে নিতে আসা স্বেচ্ছাসেবক মাঠের মাঝে অজ্ঞান হয়ে যান। পরে তার অবস্থা খারাপ হলে অ্যাম্বুলেন্স এনে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচের ৬১ মিনিটে জাতীয় দলে অভিষেক হয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী রাব্বি হোসেন রাহুলের। ফরোয়ার্ড ফয়সাল ফাহিমের পরিবর্তে মাঠে নামেন সদ্য বয়সভিত্তিক চ্যাম্পিয়নের তকমা পাওয়া ফরোয়ার্ড।

পরে ৮৭ মিনিটে গোলমুখে দারুণ একটি সুযোগ পান ফরোয়ার্ড শাহরিয়ার ইমন। কাজে লাগানোর আগে ভুটানের ডিফেন্ডার বল নিরাপদে বাইরে পাঠিয়ে দেন, কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। শেষপর্যন্ত আর কোনো গোল ছাড়া ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ