ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৭:৩৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৭:৩৩:০৭ অপরাহ্ন
​সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। 

দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালত থেকে ওই আদেশ দেওয়া হয়েছে।

ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গত ৬ নভেম্বর  দুদকের উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সেলিনা হায়াৎ আইভী বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযুক্ত ব্যক্তি বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ