ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​রুহুল আমিন হাওলাদারের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৬:৫৪:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৬:৫৪:৩৬ অপরাহ্ন
​রুহুল আমিন হাওলাদারের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন ​সংবাদচিত্র : সংগৃহীত
জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে কুয়াকাটায় মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন ভূইয়া, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে রাশেদ মোল্লা ও মজিবুর রহমান। বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর ভূমিদস্যু রুহুল আমিন হাওলাদার কুয়াকাটায় অনেক মানুষের জমি দখল করেছে। এসব জমি স্ব স্ব মালিককে ফিরিয়ে দেওয়া এবং রুহুল আমিনের শাস্তির দাবি করেন। 

এর আগে কুয়াকাটার ওসমান শেখ পরিবারের পক্ষ থেকে এ উপলক্ষ্যে পৌর এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য আহবান জানানো হয়। মানববন্ধনের এক আয়োজক শাহীন শেখ বলেন, আমাদের সঙ্গে জমি নিয়ে বিরোধের বিষয়টি ফয়সালার আশ্বাস পেয়েছি। তাই মানবন্ধন করবো না।

রুহুল আমিন হাওলাদারের স্থানীয় প্রতিনিধি ফারুক হোসেন বলেন, মানববন্ধন আহ্বানকারীদের সাথে তাদের কোন বিরোধ নেই। তাদের জমি তাদের দখলে আছে। আর যাদেরকে ভুক্তভোগী বলা হয়েছে তাদের সাথে হাওলাদারের কোন বিরোধ নেই। জমি দেওয়ার কথা বলে তারা টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে না দিয়ে নানা ছলচাতুরী করে আসছে। এ নিয়ে মামলা চলমান রয়েছে। তিনি আরো বলেন, একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটতে এহেন কর্মসূচি পালন করছে।


বাংলা স্কুপ/প্রতিনিধি/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ