জিরো পয়েন্টে হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১১-২০২৪ ০৬:১৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১১-২০২৪ ১০:২৪:২৪ অপরাহ্ন
রাজধানীর জিরো পয়েন্টে গত ১০ নভেম্বর আওয়ামী লীগের অংশ ভেবে কয়েকজনের ওপর হামলার ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিবৃতিটি মঙ্গলবার (১২ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের ওপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা-সমিতি-সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক-সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স