ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​প্রথমবার গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে নাভারো

আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ০৮:২৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ০৮:২৪:৩০ অপরাহ্ন
​প্রথমবার গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে নাভারো
বাংলা স্কুপ, ৫ সেপ্টেম্বর ২০২৪: 
ইউএস ওপেনে আগের দুই আসরে প্রথম রাউন্ডের বাধাই পার হতে পারেননি এমা নাভারো। ২৩ বছর বয়সী এই আমেরিকান চতুর্থ রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোকো গাউফকে বিদায় দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। এবার তো প্রথমবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছেন এমা। কোয়ার্টার ফাইনালে তার কাছে হেরেছেন পাউলা বাডোসা। 

র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বর আমেরিকান দুই সেটে জিতেছেন ৬-২, ৭-৫ গেমে। অবশ্য পাউলা বাডোসা যে চ্যালেঞ্জ জানাননি এমন নয়। প্রথম সেটে নাভারো ৬-২ গেমে জিতলেও দ্বিতীয় সেটে ৫-১ গেমে পিছিয়ে ছিলেন। তার পর নাটকীয়ভাবে প্রতিরোধে ধস নামে বাডোসার। শেষ চারে নাভারো দ্বিতীয় র‌্যাঙ্কিংয়ের আরিয়ানা সাবালেঙ্কা কিংবা অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং কিনওয়েনের মুখোমুখি হবেন।

এমন সাফল্যের পর এখন সেমিফাইনালও কাঁপানোর অপেক্ষায় নাভারো, ‘সেমিফাইনাল... আমি এখন সেটা কাঁপাতেও প্রস্তুত। দুই প্রতিপক্ষই বড় হিটার। তারা অবশ্যই আমার পেছনে লেগে থাকবে। কিন্তু আমিও প্রস্তত থাকবো।’


নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ