খালেদা জিয়ার উপদেষ্টা রোজী কবির মারা গেছেন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-১১-২০২৪ ১২:১৯:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১১-২০২৪ ০৩:০২:৫০ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
রোজী কবিরের স্বজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁকে দাফনের জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
এদিকে বেগম রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। শোকবার্তায় তিনি বলেন, বেগম রোজী কবিবের মৃত্যুর সংবাদ ছিল আমার জন্য ভীষণ কষ্টের। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন সৎ, ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বেগম রোজী কবির জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে তিন বার এমপি হন।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স