ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​চীনে ভিড়ের মধ্যে গাড়ি, নিহত ৩৫

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৭:০৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৮:৪২:২৫ অপরাহ্ন
​চীনে ভিড়ের মধ্যে গাড়ি, নিহত ৩৫ ​সংবাদচিত্র : সংগৃহীত
চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ আরও ৪৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফ্যান। তাঁর বয়স ৬২ বছর। ঝুহাই স্টেডিয়ামের সামনে শরীর চর্চা করছিলেন লোকজন, সেখানেই গাড়ি উঠিয়ে দেন ফ্যান। গুঁড়িয়ে দেন স্টেডিয়ামের সামনে থাকা ব্যরিকেড। 

হামলার পর পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার সময় তিনিও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে কোমায় রয়েছেন। বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে মানসিক চাপে ছিলেন ফ্যান। আর এ কারণেই তিনি লোকজনের ওপর চালিয়ে দিয়েছেন বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা।

চীনা পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) বিবিসি ও এএফপি এসব তথ্য নিশ্চিত করেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ