ঢাকা , মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পলাতক তিন ফাঁসির আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ০৭:৩২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ০৭:৩২:৫৮ অপরাহ্ন
পলাতক তিন ফাঁসির আসামি গ্রেপ্তার ​পলাতক তিন ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৫ সেপ্টেম্বর ২০২৪: 
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক তিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তারা হলো, মোসাদ্দেক সাদেক আলী (৩২), মো. জাকারিয়া (৩২) এবং মো. জুলহাস দেওয়ান (৪৫)। 

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিরা বিদ্রোহ করেন। এ সময় বৈদ্যুতিক খুঁটি উপরে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেওয়াল টপকে দুপুর ১টা থেকে ২টার মধ্যে ২০৩ জন বন্দি পালিয়ে যান এবং গুলিতে ছয়জন বন্দি নিহত হন।

গ্রেপ্তারকৃত আসামি মো. জুলহাস দেওয়ানের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫টি মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক সব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।


নিউজ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ