ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সুন্দরবনের হরিণের মাংস ও কলিজা উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১১-২০২৪ ১২:১১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৪ ১২:১১:২৪ অপরাহ্ন
​সুন্দরবনের হরিণের মাংস ও কলিজা উদ্ধার ​সংবাদচিত্র : সংগৃহীত
সুন্দরবনের হরিণের মাংস, কলিজা, ফুলকাসহ একটি নৌকা উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তারা। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বুড়িগোয়ালিনী দাতিনাখালি সংলগ্ন সুন্দরবনের তেরকাটি খাল নামক স্থান থেকে এ মাংস উদ্ধার করা হয়। 

জানা যায়, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও রেঞ্জ সহযোগী এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে বুড়িগোয়ালিনী রেঞ্জের আওতাধীন বয়ারসিং এলাকায় অভিযান চালায় বনবিভাগ।

এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা নৌকা ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ব্যবহৃত নৌকায় তল্লাশি করে একটি হাঁড়িতে সামান্য পরিমাণ হরিণের রান্না করা মাংস ও ককসিটের ভিতরে একটা কলিজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনের প্রাণী সম্পদ রক্ষায় বনবিভাগ বদ্ধ পরিকর। সুন্দরবনে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেয়া হবে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন ইতিপূর্বে জলদস্যুদের কবল থেকে বনবিভাগ ১০ জেলেকে উদ্ধার করেছে। আমাদের সকল ধরনের অভিযান অব্যাহত আছে। সুন্দরবনের অপরাধকারী কাউকে ছাড় দেয়া হবে না। 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ