ভিডিও বানিয়ে জিতে নিন ১১ কোটি টাকা পুরস্কার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-১১-২০২৪ ০২:৩৮:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৪ ০৩:৩১:২৭ অপরাহ্ন
সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েশনের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ নামের শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন এক মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ কোটি টাকা।
এই মেগা প্রতিযোগিতার বিষয় অভিনব ও নতুন কিছুর আইডিয়া সামনে তুলে আনা। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগীরা ‘ওয়ান বিলিয়ন অ্যাওয়ার্ড’ এর জন্য আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এই প্রতিযোগিতায় বিশ্বব্যাপী অসাধারণ কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি হিসেবে এক মিলিয়ন (১০ লাখ) ডলার দেয়া হবে।
পুরস্কারের জন্য আবেদন রোববার (১০ নভেম্বর) থেকে গ্রহণ করা শুরু হয়েছে এবং তা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০২৫ সালের ১১ থেকে ১৩ জানুয়ারি তিনদিনব্যাপী ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিটের সমাপনী অনুষ্ঠানে। এর আয়োজক প্রতিষ্ঠান দুবাইয়ের নিউ মিডিয়া একাডেমি। প্রতিযোগিতার থিম হচ্ছে ‘কনটেন্ট ফর গুড’। খবর খালিজ টাইমসের।
ওয়ান বিলিয়ন অ্যাওয়ার্ডের জন্য বাছাই প্রক্রিয়া শুরু হবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে। যেখানে একটি বিশেষজ্ঞ প্যানেল ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জমা পড়া আবেদনগুলো মূল্যায়ন করবেন এবং ১০ প্রতিযোগীকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত করবেন। ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জনসাধারণের জন্য অনলাইন ভোটিং উন্মুক্ত থাকবে, যেখানে সবাই তাদের প্রিয় প্রকল্পের জন্য ভোট দিতে পারবেন। এই ভোটগুলো বিচারকদের মাধ্যমে গণনা করা হবে ১১ ও ১২ জানুয়ারি।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স