বিকালে আফগান-টাইগারদের ফাইনাল ম্যাচ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-১১-২০২৪ ১২:৫৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৪ ০৩:৪৩:৪৫ অপরাহ্ন
শারজাহতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারবে তো বাংলাদেশ? সেই উত্তর মেলাতেই তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার (১১নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। শারজায় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে আফগানদের হারিয়ে সিরিজে ফেরে টাইগাররা। যেখানে নাজমুল শান্তর ব্যাটে ৭৬ রান আত্মবিশ্বাসের খোরাক হতে পারে দলের। সেই সাথে জাকের আলী আর নাসুম আহমেদের ইতিবাচক ব্যাটিং ছিল বড় প্রাপ্তি। নাসুমসহ বল হাতে দারুণ ভুমিকা ছিল তাসকিন-ফিজদের।
যদিও হাতের মুঠোতে থাকা ম্যাচ কীভাবে হারতে হয়, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখিয়েছে বাংলাদেশ। ভালো শুরুর পরও ১২ রান তুলতেই শেষ ৭ উইকেট হারিয়েছিল দল। সেখানে পরের ম্যাচে জয়, লজ্জা থেকে রক্ষা করে ফিল সিমন্সের দলকে।
সবশেষ ম্যাচে কুচকিতে টান পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক শান্তকে। আজকের ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। আজই স্ক্যান করানোর কথা রয়েছে শান্তর। এরপরই টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স