ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ওবায়দুল কাদেরের খোঁজে তল্লাশি, মিলল স্ত্রীর ভাই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৯:৩৪:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৯:৩৪:৫৪ অপরাহ্ন
​ওবায়দুল কাদেরের খোঁজে তল্লাশি, মিলল স্ত্রীর ভাই ​ফাইল ফটো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লুকিয়ে আছেন, এমন সন্দেহে তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু সাবেক এই মন্ত্রী না মিললেও সেখানে পাওয়া গেছে তাঁর স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে। অবশ্য তাঁকে  জিজ্ঞাসাবাদ করে ১৬ ঘণ্টা পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনা শনিবার (৯ নভেম্বর) রাতের। চট্টগ্রামের হালিশহর থানার শান্তিবাগ এলাকার।

রোববার (১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, শনিবার মধ্যরাতে ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাইকে শান্তিবাগ এলাকা থেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তার কাছে কোনো তথ্য না থাকায় বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। নুরুল হুদা জানিয়েছেন ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে ওবায়দুল কাদেরের কোনো যোগাযোগ নেই।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ