ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৭:৫০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৯:৪৭:৪৬ অপরাহ্ন
শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে নতুন তিন উপদেষ্টা সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলমকে শপথ পাঠ করান। ছবি: পিআইডি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিন জন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাঁদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

নতুন উপদেষ্টারা হলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সেখ আকিজ উদ্দিনের সন্তান ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানো হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদ এবং এ বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।  

নতুন তিন উপদেষ্টা শপথগ্রহণ করলেও, তাদের মন্ত্রণালয় বণ্টন এখনো হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এখন দাঁড়ালো ২৪ জনে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

বাড়ছে উপদেষ্টা পরিষদের পরিধি, সন্ধ্যায় শপথ
 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ