ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া : আমীর খসরু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৭:৩২:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৭:৩২:০৫ অপরাহ্ন
​আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া : আমীর খসরু ​ফাইল ফটো
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

আমীর খসরু বলেন, দেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়ে একবার সাম্প্রদায়িক ইস্যুর ওপর ভর করে, একবার ট্রাম্প ইস্যুর ওপর ভর করে বিভিন্ন বেশে ফিরতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগসহ বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সিঙ্গাপুরের জন্য সুবিধা হয় বলে জানিয়েছে তারা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনায় একটি নির্বাচিত সরকারের বিষয়ে সব কূটনীতিকরাই তাগিদ দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে আমির খসরু বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হলেই তাঁকে বিদেশে নেওয়া হবে। আর বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে খুব বেশি সময় লাগবে না।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ