ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৯:২০:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৪ ১১:৩৭:৩১ অপরাহ্ন
জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ​ফাইল ফটো
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচি ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ নভেম্বর)  রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। 

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে রোববার (১০ নভেম্বর) বিকাল ৩টায় জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। শুক্রবার (৮ নভেম্বর) দলটির ভেরিফাইড ফেসবুক পেইজে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে জানিয়েছেন, ক্ষমতাচ্যুত আওয়ামীলীগকে দেশে কোনো ধরনের মিছিল-সমাবেশ বা প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না। 

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি ফেসবুকে  লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

​মিছিলের চেষ্টা করলে আ. লীগকে কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব
নূর হোসেন দিবসে বিক্ষোভ মিছিলের ডাক

 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ