সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-১১-২০২৪ ০৩:২২:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১১-২০২৪ ০৮:৩৫:১৩ অপরাহ্ন
ফাইল ফটো
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
নারী দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন, ‘সাফজয়ী মেয়েরা যে দেশের সুনাম বয়ে এনেছেন। তাঁরা দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন। এ জন্য আমাদের নতুন কমিটি তাঁদের দেড় কোটি টাকা দেবে। এটা আজ সিদ্ধান্ত হয়েছে।’
বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। এর জন্য তাদেরকে এক কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও বিশ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়।
সাফজয়ী দলকে রাষ্ট্রীয় অতিথি ভবনে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাক ড. মুহাম্মদ ইউনূস। সে সময় তিনি ফুটবলারদের নানা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এবার ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে সাফজয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করলো।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স