ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল দুই মরদেহ!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০১:২১:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০১:২১:০৭ অপরাহ্ন
​মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল দুই মরদেহ! ​সংবাদচিত্র : সংগৃহীত
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে পড়ে ছিল দুই মরদেহ।  ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২ টার দিকে উড়াল সড়কের সিইপিজেড এলাকায় লালখানবাজার মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। দুজনই নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম কোনও দুর্ঘটনা। যেখানে একসঙ্গে দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহী দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।’

নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে যায়। এর মধ্যে একজন খুঁটিতে আটকে ছিল, অন্যজন রাস্তায় ছিটকে পড়ে। দুজনই ঘটনাস্থলে মারা যান। 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ