ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১১-২০২৪ ১২:৩৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৫:৩০:৩৬ অপরাহ্ন
সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ ​ফাইল ফটো
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচটি তাই বাংলাদেশের জন্য পরিণত হয়েছে সিরিজে টিকে থাকার ম্যাচে। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে বাংলাদেশ দলকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (৯নভেম্বর) বিকেল চারটায়।

প্রথম ম্যাচে তিন পেসার, দুই স্পিনার ও দুই অলরাউন্ডার দিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। আজও কী তেমনটিই হতে যাচ্ছে? সে সম্ভাবনা কম। একাদশে পরিবর্তন আসছে এটুকু নিশ্চিত। কেননা, চোটে ছিটকে যাওয়া মুশফিকের জায়গায় একজন উইকেটকিপার ব্যাটারকে খেলাতে হচ্ছে বাংলাদেশকে।

মেহেদী হাসান মিরাজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুশফিকের বিকল্প হতে যাচ্ছেন স্কোয়াডে থাকা জাকের আলি অনিক। এছাড়াও একাদশে পরিবর্তন আসতে পারে। কেননা, প্রথম ম্যাচের আগে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে ছিলেন না পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ। এখন তারা দলে যোগ দেওয়ায় বাড়তি অপশন তৈরি হয়েছে।

এ জায়গায় তাই একাদশে নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটি হলে বাদ পড়বেন লেগস্পিনার রিশাদ হোসেন। এছাড়াও ওপেনার তানজিদ হাসান তামিমের জায়গায় একাদশে সুযোগ দেওয়া হতে পারে জাকির হাসানকে। তবে পেস ইউনিটে পরিবর্তন আসার সম্ভাবনা কম। কেননা, প্রথম ম্যাচে যথেষ্ট সাফল্য এনে দিয়েছেন তিন পেসার মুস্তাফিজুর রহিম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ