ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​নির্বাচনের জন্য বছরের পর বছর অপেক্ষা নয়: জামায়াত আমির

আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৪:৫৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৪:৫৫:৫৭ অপরাহ্ন
​নির্বাচনের জন্য বছরের পর বছর অপেক্ষা নয়: জামায়াত আমির ​সংবাদচিত্র : সংগৃহীত
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলামী। তবে তার জন্য বছরের পর বছর সময় দেওয়া যাবে না।’ শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলাম। তিনি বলেন, সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। এটা বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। 

এখন বিএনপি যে তাড়াহুড়ো করছে তা বলবো না, বরং বিএনপি আগের থেকে নির্বাচনের কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াতের আমির বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর উত্তরের জেলা নীলফামারিতে জামায়াতের কর্মী সম্মেলন হলো। শুক্রবার সকাল ৯টায় পৌরসভা মাঠে সমাবেশ শুরুর কথা থাকলেও, ভোর থেকেই মাঠে ভিড় করেন কর্মীরা। 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ