অধিনায়কের সঙ্গে মতবিরোধে নিষিদ্ধ জোসেফ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-১১-২০২৪ ০১:৫১:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৪ ০১:৫২:১৬ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের সময় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের সঙ্গে মতবিরোধ হয়েছিল আলজারি জোসেফের। তারপর অনুমতি ছাড়াই মাঠের বাইরে চলে যান ক্যারিবিয়ান ফাস্ট বোলার। এই কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
এই ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জোসেফ। তিনি স্বীকার করেছেন কাজটি আবেগের বশে করেছেন। একই সঙ্গে ব্যক্তিগতভাবে অধিনায়ক হোপ, দলের সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। তবু শেষ রক্ষা হলো না।
উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি ম্যাচ শেষে বলেছেন, ‘এমন আচরণ আমার ক্রিকেট মাঠে অগ্রহণযোগ্য। আমরা বন্ধু। কিন্তু আমি যে সংস্কৃতি গড়তে চেষ্টা করছি, সেখানে এটা কোনোভাবে কাম্য নয়। আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলবো।’
জানা গেছে, ব্রিজটাউনে ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। ফিল্ড প্লেসমেন্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না জোসেফ। হোপের সঙ্গে দ্বিমত পোষণ করেন। চতুর্থ বলে কট বিহাইন্ডে জর্ডান কক্সকে ফেরালেও সতীর্থদের সঙ্গে উদযাপন করেননি জোসেফ। ফিরে যান বোলিং করতে। ওই ওভার শেষে কারও সঙ্গে কথা না বলে মাঠ ছেড়ে চলে যান জোসেফ। তারপর সোজা ড্রেসিংরুমে। ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম ওভার বোলিং শুরু করে মাঠের ১০ জন খেলোয়াড় নিয়ে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স