আঙুলের চোটে কপাল পুড়লো মুশফিকের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-১১-২০২৪ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১১-২০২৪ ০৭:৩২:৩১ অপরাহ্ন
ফাইল ফটো
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আঙ্গুলের ইনজুরিতে পড়েন তিনি বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে কিপিং করার সময়। এক্স-রে করে তার আঙুলে চিড় পাওয়া গেছে।
বিসিবির পাঠানো বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, 'আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে কিপিং করার সময় মুশফিকুরের বাঁ হাতের তর্জনীর সামনের ভাগে চোট লেগেছে।'
তিনি আরো বলেন, 'ম্যাচ শেষে এক্স-রে করে দেখা গেছে, তার বাঁ হাতের তর্জনীর ডি.আই.পি (ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল) জয়েন্টের কাছে চিড় আছে। তিনি বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে আছেন। অর্থাৎ, সার্জারি ছাড়াই চিকিৎসা চলছে। এ কারণে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে তাকে দলে পাওয়া যাবে না। তার বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সুস্থ হওয়ার সময় সম্পর্কে পরবর্তী আপডেট দেওয়া হবে।'
আফগানিস্তানের বিপক্ষে সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন মুশফিক। তখনই প্রশ্ন ওঠে, এতো পরে কেন ব্যাটিংয়ে নেমেছেন তিনি। কারণ, ১২০ রানে শুরু হওয়া উইকেট বৃষ্টি থামাতে ঢাল হতে পারতেন মুশফিক। কিন্তু তার আগে ব্যাটিংয়ে যান মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ। পরে জানা যায়, চোট পাওয়ায় প্রাথমিক শুশ্রূষার পর ব্যথা কমার জন্য সময় নেন মুশফিক।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স