যুক্তরাষ্ট্রের নির্বাচন : নোয়াখালী, চাঁদপুর, পিরোজপুর ও কিশোরগঞ্জের চারজন বিজয়ী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-১১-২০২৪ ০২:০৯:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১১-২০২৪ ০২:৪৬:৩৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশের নোয়াখালী, চাঁদপুর, পিরোজপুর ও কিশোরগঞ্জের চার সন্তান বিজয় লাভ করেছেন। এরা হলেন- পিরোজপুরের সন্তান আবুল খান, কিশোরগঞ্জের শেখ রহমান, নোয়াখালীর নাবিলা ইসলাম ও চাঁদপুরের সন্তান মো. মাসুদুর রহমান। এরা সবাই বাংলাদেশি বংশোদ্ভুত। বেসরকারি ফলাফল এবং স্থানীয় কমিউনিটি এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পিরোজপুরের সন্তান আবুল খান রকিংহামে গৃহীত ভোটের ৬৭ শতাংশ পেয়েছেন। অন্যদিকে জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ৬৭.৬ শতাংশ ভোট পেয়েছেন। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মো. মাসুদুর রহমান।
নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সপ্তম মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন আবুল বি খান (রিপাবলিকান)। এ ছাড়া ডেমোক্রেটিক পার্টি থেকে চতুর্থ মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। একই স্টেটে সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে দ্বিতীয় মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মো. মাসুদুর রহমান।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স